ঢাকা: রাশিয়া এ ‘বৃহৎ যুদ্ধ’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, এ যুদ্ধে প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হতে পারে।
এদিকে, ইউক্রেনের এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। রাশিয়ার দাবি তারা শুধু ইউক্রেনের রক্তাত্ব গ্রহযুদ্ধ ঠেকাতে সেদেশের সেনাবাহীনীকে সরিয়ে দিয়েছে।
ইউক্রেনের পূর্বে লুহান্স এয়ারপোর্ট থেকে রাশিয়াপন্থীরা সে দেশের সেনাবাহিনীকে হটানোর পরই উভয় দেশ এ দাবি করেছে।
ইতিমধ্যে ইউক্রেন সেনাবাহিনী, বিদ্রোহী এবং রাশিয়া প্রতিনিধিদের মধ্যে যে শান্তি আলোচনা শুরু হয়েছিল তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।

দুর্ভাগ্যবসত আসন্ন এ যুদ্ধে প্রাণহানি আগে থেকেই অনুমান করা যায়। আসন্ন এ যুদ্ধে শত শত বা হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হবে না। এ যুদ্ধে প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হতে পারে।
ইউক্রেন ও পশ্চিমাদেশগুলোর অভিযোগ রাশিয়া ইউক্রেনের বিদ্রোহীদের সেনা ও অস্ত্র দিয়ে সহায়তা করছে। যা রাশিয়া বরাবরই অস্বীকার করেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এটা বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে যে একটি সভ্য দেশের প্রতিরক্ষামন্ত্রী এ ধরনের মন্তব্য করেছেন।
গত এপ্রিলে শুরু হওয়া পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী ও সরকারী বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধে অন্তত ২ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫, সেপ্টেম্বর ০১, ২০১৪