ঢাকা: সোমালিয়ার আল-সাবাব জঙ্গি গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন এফ কির্বি জানান, সোমবার পরিচালিত হামলার বিষয়ে বিস্তারিত প্রকাশ করার আগে এ নিয়ে মূল্যায়ন করছেন তারা।
তিনি বলেন, উপযুক্ত সময়ে হামলার বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে।
এদিকে, সংবাদমাধ্যমের কাছে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল আল-সাহাব জঙ্গি গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ওপর।
তবে হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।
আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আল-সাবাব জঙ্গি গোষ্ঠী ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন বাহিনীর কাছে রাজধানী মোগাদিসুর নিয়ন্ত্রণ হারায়।
কিন্তু তারা এখনও দক্ষিণ ও মধ্য সোমালিয়ার অনেক গুরুত্বপূর্ণ এলাকা দখলে রেখেছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪