ঢাকা: চীনের কেন্দ্রীয় প্রদেশ হুবেই প্রদেশের শিয়ান এলাকায় মেয়েকে স্কুলে ভর্তি করতে না পেরে এক ব্যক্তি ছুরিকাঘাত করে তিন ছাত্র এ এক শিক্ষককে হত্যা করেছে। এমনকি আহত হয়েছে আরও অনেক ছাত্র।
পরবর্তীতে ওই ব্যক্তি স্কুল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
আহতদের মধ্যে ৫ ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর।
ওই স্কুলের শিক্ষিকা লির বুকে ও তলপেটে ছুরিকাঘাত করলে তাকে পাশ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক ঘণ্টা চিকিৎসার পর তিনি মারা যান।
আক্রমণকারীর নাম চেন ইয়ানফু (৪৩) স্কুল ভবনের ৫ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।
স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, চেন কিছু না বলেই শ্রেণিকক্ষে প্রবেশ করে। তারপর একটি ছুরি বের করে সামনের সবাইকে ছুরিকাঘাত করতে থাকে। সম্ভবত মেয়েকে স্কুলে ভর্তি করতে না পারায় চেন খুবই হতাশাগ্রস্থ হয়ে পরেছিল।
জানা যায়, চীনের বিভিন্ন এলাকায় সপ্তাহের সোমবার স্কুলের প্রথম দিন হিসেবে বিবেচনা করা হয়। সম্ভবত স্কুল প্রাঙ্গণে প্রবেশ করার সময় চেনকে তল্লাশী করা হয়নি।
এ ঘটনার পর চীনের বিভিন্ন স্কুলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেম সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪