ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে ঘরে ফিরবো না: ইমরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে ঘরে ফিরবো না: ইমরান ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ না করা পর্যন্ত ঘরে না ফেরার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

সোমবার রাতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন।



জানা যায়, ইমরান খান আন্দোলনকারীদের সাথে ৬ ঘণ্টা অবস্থান করেন। এরপর তিনি তার বানিগালায় বাসার উদ্দেশ্যে স্থান ত্যাগ করেন।

পিটিআই নেতা আরিফ আলভি জানান, তিনি দীর্ঘ সময় আমাদের সাথে অবস্থান করায় ক্লান্ত হয়ে পরেছেন। তাই তাকে বিশ্রাম নেওয়ার জন্য বাড়িতে পাঠানো হয়েছে।

এর আগে ইমরান খান জানিয়েছিলেন, টানা ১৮ দিন বিক্ষোভ করার পর নিশ্চই পরিবর্তন আসবে। কারণ নওয়াজ শরীফ অত্যন্ত সেনাবিদ্বেষী।

তিনি দাবি করেন, এখানে নিয়োজিত পুলিশের মধ্যে আড়াই হাজার সদস্য বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়তে রাজি ছিল না। কারণ বিক্ষোভকারী অত্যন্ত শান্ত ছিল। যার কারণে এখান থেকে পুলিশের তিনজন আইজিকে প্রত্যাহার করা হয়। পরবর্তীতে পুলিশ বিক্ষোভকারিদের ওপর গুলি বর্ষণ করে।

তবে ইমরান খান তার সমর্থকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।