ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটোকে নাৎসীর সাথে তুলনা করলেন ক্যাস্ট্রো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
ন্যাটোকে নাৎসীর সাথে তুলনা করলেন ক্যাস্ট্রো

ঢাকা: কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সাম্প্রতিক বিবৃতিকে হিটলারের নাৎসী বাহিনীর সাথে তুলনা করেছেন।

এছাড়া বিশ্বের দেশে দেশে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরও অভিযুক্ত করেছেন তিনি।



ইউক্রেন ইস্যুতে ন্যাটো রাশিয়ার উপর চাপ প্রয়োগ করছে উল্লেখ করে ফিদেল ক্যাস্ট্রো জানান জোটটি সদস্য দেশসমূহের সামরিক বাজেটও বৃদ্ধি করছে।

কিউবার এই ‘লৌহমানব’ পশ্চিমা রাজনীতিকদের বিরুদ্ধে ভণ্ডামি ও আগ্রাসনের অভিযোগ তুলেছেন।

কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক কলামে ক্যাস্ত্রো লিখেছেন, নাৎসী বাহিনীর অনুকরণে ন্যাটোর জন্য কিছু ইউরোপিয়ান মুখপাত্রের বক্তব্য অনেক মানুষকে বিস্মিত করেছে।

৮৮ বছর বয়সী ফিদেল ক্যাস্ট্রো তার কলামে আক্রমণ করেন যুক্তরাষ্ট্রের সিনেটর ম্যাককেইনকে। তিনি বলেন, ম্যাককেইন ইসরায়েলের নি:শর্ত বন্ধু। ’

এছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সমর্থন দেয়ার জন্যও ম্যাককেইনকে অভিযুক্ত করেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল থাকায় কিউবার অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর থাকা সত্ত্বেও ক্যাস্ট্রো যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

কলামে ক্যাস্ট্রো অনুন্নত ও দুর্বল রাষ্ট্রগুলোকে সহায়তা করার জন্য সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।