পেশোয়ার: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের পেশোয়ার শহরে একটি শবযাত্রায় বুধবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
পেশোয়ারের কেন্দ্রীয় হাসপাতালের প্রধান কর্মকর্তা আবদুল হামিদ আফ্রিদি বলেন, ‘আমরা এ পর্যন্ত ৩৪টি মৃতদেহ পেয়েছি। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এর মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। ’
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান বলেন, শবযাত্রায় অংশ নেওয়া তালিবান-বিরোধী বাহিনীর সদস্যরা ছিল হামলার লক্ষ্য। আদেজাই গ্রামে ওই বাহিনীর এক সদস্যের জানাজায় অংশ নিয়েছিলেন তারা।
তিনি বলেন, ‘মৃতদেহগুলো সরিয়ে নিতে আমরা সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠিয়েছি। ’ আদেজাই গ্রামটি তালেবান ও সরকারপন্থী বাহিনীর সংঘর্ষের স্থান হিসেবে পরিচিত।
বাংলাদেশ সময়; ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১