ঢাকা: ইন্টারনেট এবং নতুন প্রযুক্তি ব্যবহার বিষয়ে আরো সহনশীল হওয়ার জন্য দেশটির ধর্মীয় নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানী।
সোমবার তেহরানে ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি।
বৈঠকে তিনি বলেন, শিক্ষার্থীদের আরো দক্ষ করে গড়ে তুলতে এবং বিজ্ঞান গবেষণায় ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে কেউ যদি ইন্টারনেট ব্যবহার করতে না জানেন, তবে খুব বেশি এগিয়ে যাওয়া সম্ভব নয়। নতুন প্রজন্মের উন্নতির দ্বার আমরা বন্ধ করতে পারি না।
রুহানী গত বছর নির্বাচিত হন। এরপর তিনি মুক্ত গণমাধ্যম এবং অবাধ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে চাইলেও ধর্মীয় নেতাদের বাধার মুখে পরেন তিনি। এমনকি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন নেটওয়ার্ক প্রচলনেও বাধা দেয় ধর্মীয় নেতারা।
যদিও কয়েক সপ্তাহ আগে কয়েকটি ইরানি মোবাইল ফোন অপারেটরকে থ্রিজি সেবা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।
২০০৯ সালে নির্বাচন পরবর্তী প্রতিবাদ চলাকালীন সময়ে ফেসবুক, টুইটার এবং ইউটিউবসহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪