ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশে ঘাঁটি গাড়তে চায় নিষিদ্ধ আল কায়েদা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
বাংলাদেশে ঘাঁটি গাড়তে চায় নিষিদ্ধ আল কায়েদা সংগৃহীত

ঢাকা: এবার বাংলাদেশ-ভারতসহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে ঘাঁটি গাড়তে চাইছে জঙ্গিবাদী সংগঠন আল-কায়েদা।

এরই মধ্যে ভারতে এই সংগঠনের আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

প্রতিক্রিয়ায় ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) সমগ্র ভারতে রেড অ্যালার্ট জারি করেছে।

জিহাদের বার্তা দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আল কায়েদার এই নতুন উদ্যোগ।

আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি বুধবার একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। বাংলাদেশ ও মায়ানমারসহ ভারতের গুজরাট, আহমেদাবাদ, কাশ্মীর ও আসামে সংগঠনটির শাখা স্থাপনের কথা রয়েছে এই ঘোষণায়।

ভারতের গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, আল কায়েদার এ ঘোষণা অপ্রত্যাশিত নয়। কারণ আল কায়েদা ইসলামিক স্টেটের সাথে পাল্লা দিতে পারছে না। সুতরাং আন্তর্জাতিক ইসলামী জঙ্গিবাদের নেতৃত্ব টিকিয়ে রাখা আল কায়েদার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা নতুন নতুন এলাকা শাখা খুলে তাদের আওতা বৃদ্ধি করতে চাইছে।

ভিডিও বার্তায় জাওয়াহিরি জানিয়েছে, ভারতীয় উপমহাদেশের মায়ানমার, বাংলাদেশ, আসাম, গুজরাট, আহমেদাবাদ এবং কাশ্মিরের মুসলিমদের ঐক্যবদ্ধ করতে এবং মুসলমানদের উপর অবিচার ও নিপীড়ন থেকে উদ্ধার করতে এসব এলাকা আল কায়েদার শাখা খোলা হবে।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভিডিও বার্তায় উল্লেখিত বাংলাদেশ, আসাম, গুজরাট, আহমেদাবাদ এবং মায়ানমার এলাকা সাম্প্রদায়িকভাবে খুবই স্পর্শকাতর। আর এ এলাকার প্রগতিবাদী যুবকদের ওপর আক্রমণ করতেই আলকায়েদা এ নকশা করেছে। বিশেষ করে যাদের ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ততা রয়েছে।

২০১৩ সালে আল কায়েদা ভেঙেই ইসলামিক স্টেটের জন্ম হয়। যাদের অনুসারী প্রধাণত বিভিন্ন দেশের যুবকরা।

এছাড়া ইসলামিক স্টেটের প্রধান আবু আবু বকর আল বাগদাদি নিজেকে মুসলমানদের একজন ‘খলিফা’ হিসেবে দাবি করে। ২০১৩ সালে সিরিয়ায় আল কায়েদার বিস্তার নিয়ে জাওয়াহিরির সাথে ভিন্ন মত থাকায় একদল যুবক আল কায়েদা থেকে বের হয়ে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করে।

জাওয়াহিরি তার বক্তব্যে বলেছে, ভারতীয় উপমহাদেশে ইসলামী আইনের প্রসার এবং মুসলামান অধ্যুষিত এলাকার কৃত্রিম সীমানা ভেঙে মুসলমানদের একই পতাকাতলে আনতেই এ উদ্যোগ গ্রহণ করেছে আল কায়েদা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।