ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পোরেশেঙ্কোর সঙ্গে আলোচনায় বসবে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
পোরেশেঙ্কোর সঙ্গে আলোচনায় বসবে ন্যাটো সংগৃহীত

ঢাকা: ওয়ালেসে আসন্ন ন্যাটো সম্মেলনের আগেই ইউক্রেন সঙ্কট নিয়ে দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কের সঙ্গে আলোচনায় বসতে চান ন্যাটো নেতারা।

আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতাদের কাছে দেশটির সঙ্কটের সর্বশেষ তথ্য জানাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কি আলোচনা হয়েছে সে বিষয়েও আলোচনা করবেন।

ইতোমধ্যে ইউক্রেন বিষয়ে পুতিনের ওপর চাপ সৃষ্টি করেছে ফ্রান্স। আশা করা হচ্ছে, ন্যাটো সম্মেলনে প্রধানত ইউক্রেন সঙ্কট নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি ইসলামিক স্টেটের (আইএস) আত্মপ্রকাশ এবং আফগানিস্তান প্রসঙ্গও গুরুত্ব পাবে।

আলোচনায় পোরেশেঙ্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফ্রান্স ও জার্মানি নেতাদের কাছে ইউক্রেনের বর্তমান অবস্থান ব্যাখ্যা করবেন।

এদিকে, গত বুধবার পোরেশেঙ্কো ইউক্রেনের বিদ্রোহীদের সঙ্গে স্থায়ী যুদ্ধ বিরতীতে সম্মত হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে তার ফোনালাপ হয়েছে।

ফোনালাপের ফলেই ইউক্রেনের দনেক্স ও লুহানস্ক এলাকায় যুদ্ধ বিরতিতে রাজি হয়েছেন পোরেশেঙ্কো।

দুই দেশের পক্ষ থেকে এমন সময় এ যুদ্ধবিরতির ঘোষণা আসলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাল্টিক অঞ্চলের নেতাদের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সঙ্কট নিয়ে আলোচনা করতে এবং ন্যাটো সম্মেলনে অংশ নিতে এস্তানিয়ায় অবস্থান করছেন।

এর আগে ক্রেমলিনের উপদেষ্টা মিখাইল পপভ জানিয়েছেন, ইউক্রেন বিষয়ে রাশিয়ার নতুন সামরিক কৌশলে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক অবনতির প্রতিফলন দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।