ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতির উদ্দেশে ভাষণ দেবেন মরক্কোর বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ৯, ২০১১
জাতির উদ্দেশে ভাষণ দেবেন মরক্কোর বাদশাহ

রাবাত: মরক্কোর বাদশাহ ষষ্ঠ আবদুল্লাহ বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন। গত মাসে রাজনৈতিক সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভের পর এই প্রথম তিনি ভাষণ দেবেন।

সরকারের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

রয়্যাল হাউস মন্ত্রণালয় থেকে টেলিভিশন ও রেডিওতে বুধবার গ্রিনিচ সময় ২০০০টায় সরাসরি বাদশাহর ভাষণ সম্প্রচার করা হবে।

গত ২০ ফেব্রুয়ারি মরক্কোর বেশ কয়েকটি শহরে হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদে রাস্তায় নেমে আসে। তিউনিসিয়া ও মিশরের পর মরক্কোতেই সর্বপ্রথম বিক্ষোভ শুরু হয়।

এর মধ্যে রাজধানী রাবাতসহ সর্ববৃহৎ শহর কাসাব্লাঙ্কায় শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তরুণ বিক্ষোভকারীরা আগামী ২০ মার্চ দেশজুড়ে নতুন করে মিছিলের ডাক দিয়েছে। এ পর্যন্ত বিক্ষোভে ছয়জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।