ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব ও লাহোরে ভারি বর্ষণের কারণে ছাদ ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী ও শিশুসহ অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, এদের মধ্যে লাহোরে ১৫ জন এবং শিয়ালকোট ও গুজরানওয়ালায় সাতজনের মৃত্যু হয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে ছাদ ধসে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।
পাঞ্জাবের উদ্ধারকারী সংস্থার মহাপরিচালক রিজওয়ান নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪