ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় বিদ্রোহীদের লক্ষ্য করে গোলা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, মার্চ ৯, ২০১১
লিবিয়ায় বিদ্রোহীদের লক্ষ্য করে গোলা নিক্ষেপ

রাসলানুফ: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী দেশটির পূর্বাঞ্চলে প্রধান তেল শহর রাসলানুফের কাছে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গোলা নিক্ষেপ করেছে। খবর এএফপির।



বিভিন্ন সংবাদামাধ্যম জানায়, বিকেলে বিদ্রোহীদের দখলে থাকা রাসলানুফের তিন মাইল পশ্চিমে একটি তল্লাশিচৌকির কাছে কমপক্ষে ২০টি গোলা নিক্ষেপ করেছে গাদ্দাফির অনুগত বাহিনী। তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর জানা যায়নি। প্রথম গোলাটি বিদ্রোহী অধিকৃত তল্লাশিচৌকির দক্ষিণে বিস্ফোরিত হয়।

সংবাদাতারা জানান, বিদ্রোহীরাও সরকারি বাহিনীকে লক্ষ্য করে দুটি ট্রাকের ওপর থেকে রকেটবোমা ছোড়ে এবং দুটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

একটি বিমান বিধ্বংসী বোমা দুই মাইল দূরের একটি টেলিফোন স্টেশনে আঘাত হানে। এ সময় দশ মাইল পশ্চিমের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিদ্রোহীরা সম্ভবত আরো দূরের স্থাপনাকে লক্ষ্য হামলা চালাতে চেয়েছিল। এ সময় একজন বিদ্রোহী লাউড স্পিকারে বিপ্লবী গান বাজান--যার একটি লাইন ছিল ‘যন্ত্রণা শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকব। ’        
 
লিবিয়ার পূর্বাঞ্চলে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে এরকম খণ্ডযুদ্ধ প্রায়শই সংগঠিত হচ্ছে।

এএফপির একজন সংবাদদাতা বলছেন, প্রায় ২০০ বিদ্রোহী বিন জাওয়াদ এবং রাসলানুফ শহরের পশ্চিমের ছোট ছোট পাহাড় ঘেরা প্রধান উপকূলীয় রাস্তাগুলোতে ছড়িয়ে পড়েছে।       

রাসলানুফের প্রায় পাঁচ মাইল পশ্চিম থেকে বিদ্রোহী একজন কর্নেল মাসুদ মোহাম্মেদ বলেন, ‘আজ আমরা এখানে রক্ষণাত্মক অবস্থান নিয়েছি। ’

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।