ঢাকা: সিরিয়ায় দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনীর ১৮ জন বিদেশি সদস্য নিহত হয়েছেন।
আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত রাক্কা শহরে সিরিয়ার সরকারি বাহিনী আকাশ পথে সামরিক জেটের মাধ্যমে বোমা হামলা করলে এই ১৮ জন বিদেশি আইএস সদস্য নিহত হন।
সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণরত একটি মানবাধিকার সংস্থা জানায়, বৃহস্পতিবার আইএস জঙ্গিদের ওপর আকাশপথে হামলা চালানো হয়। এতে আইএসের ১৮ জন বিদেশি সদস্য নিহত হয়েছেন।
যে ভবনে বোমা হামলা চালানো হয়, সেটি জঙ্গিরা সদর দফতর হিসেবে ব্যবহার করতেন।
সংস্থাটি আরো জানায়, বৃহস্পতিবার ইরাক সীমান্তবর্তী শহর আবু কামালে জঙ্গিদের গোয়েন্দা সদর দফতর হিসেবে পরিচিত ভবনেও আকাশ পথে বোমা হামলা করা হয়। এখানেও হতাহতের ঘটনা ঘটেছে। তবে কতজন হতাহত হয়েছেন, তা জানা যায়নি।
মানবাধিকার সংস্থাটি উল্লেখ করে, এ সময় আইএস জঙ্গিদের হাতে আটক ১৩ জন মুক্ত হতে সক্ষম হন। তবে সংবাদ মাধ্যমের ওপর বিধি-নিষেধ আরোপের কারণে এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪