ঢাকা: আল-কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় ভারত প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর প্রধান অরূপ রাহা।
শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় বিমান বাহিনীর প্রধান বলেন, ‘বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে এই ধরনের হুমকি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
রাহা এদিন সাংবাদিকদের সঙ্গে ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বিমান বাহিনীর ভূমিকা নিয়ে কথা বলছিলেন। খবর: দ্যা হিন্দু
আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি বুধবার একটি ভিডিও বার্তায় বাংলাদেশ-ভারতসহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে ঘাঁটি গড়ার ঘোষণা দেন। বাংলাদেশ ও মায়ানমারসহ ভারতের গুজরাট, আহমেদাবাদ, কাশ্মীর ও আসামে সংগঠনটির শাখা স্থাপনের কথা রয়েছে এই ঘোষণায়।
এরই মধ্যে ভারতে এই সংগঠনের আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। প্রতিক্রিয়ায় ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) সমগ্র ভারতে রেড অ্যালার্ট জারি করেছে।
জিহাদের বার্তা দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আল কায়েদার এই নতুন উদ্যোগ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪