ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের বিরল সহযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের বিরল সহযোগিতা

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সব ঠাণ্ডা লড়াইকে ছাপিয়ে এবার উত্তর ইরাকে দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনী দমনে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান।

এ ব্যাপারে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সে দেশের সামরিক বাহিনীর কমান্ডারদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে অংশ নিতে নির্দেশ দিয়েছেন।



শুক্রবার বিবিসি পার্সিয়ান বিভাগ ব্রেকিং নিউজ হিসেবে এ খবর জানিয়েছে।

শিয়া অধ্যুষিত দেশ ইরান সুন্নি চরমপন্থী ইসলামিক স্টেট গ্রুপকে সমর্থন জানালেও আইএস গ্রুপ শিয়া সম্প্রদায়কে ঘৃণার চোখে দেখে। ইরানকে তারা হুমকি হিসেবেই দেখে।

এর আগে প্রচলিতভাবে ইরান ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধিতা করে এসেছে।

কিন্তু গত মাসে শিয়া অধ্যুষিত আমেরলি শহরে আইএস জঙ্গিদের হঠাতে ইরান সমর্থিত আধাসামরিক বাহিনী ও কুর্দিশ বাহিনীর সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রকে আকাশপথে হামলা চালাতে সহায়তা দেয় ইরান।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।