ঢাকা: মাঝারি আকৃতির ভূমিকম্পের পর বিস্ফোরণে খনি ধসে বসনিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় খনিতে আটকে থাকার পর ২৯ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার খনি ধসের ওই ঘটনা ঘটে বলে শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়।
সংবাদমাধ্যম জানায়, ধসে পড়া জেনিকের খনিটি ভূপৃষ্ঠ থেকে ৫শ’ মিটার (১৬০০ ফুট) গভীরে অবস্থিত। খনিটি ধসে পড়ার পর শ্রমিকরা সেখানে আটকা পড়েন।
৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের পর গ্যাসলাইন বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪