ঢাকা: আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার ভারতীয় শাখা খোলার ঘোষণায় উপমহাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত ৫৫ মিনিটের এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সংগঠনটির প্রধান আইমান আল-জাওয়াহিরি।
এমন ঘোষণা প্রকাশিত হওয়ার একদিন যেতে না যেতেই বলা হচ্ছে, নরেন্দ্র মোদীকে ইসলামের শত্রু বলে দাঁড় করাতে চায় আল-কায়েদা। বৃহস্পতিরার নামকরা মার্কিন সন্ত্রাসবাদ বিরোধী (কাউন্টার-টেরর) বিশেষজ্ঞ ব্রুস রাইডেল এ কথা বলেন। তাকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী বিশ্লেষক হিসেবে দেখা হয়।
মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ) সাবেক এই বিশ্লেষক বলেন, বছরের জাওয়াহিরির প্রথম ভিডিওটি অবশ্যই অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।
তিনি বলেন, আল-কায়েদা মোদীকে ইসলামের শত্রু বলে চিত্রায়িত করতে চায়।
ঘোষণায় জাওয়াহিরি বাংলাদেশ ও মায়ানমারসহ ভারতের গুজরাট, আহমেদাবাদ, কাশ্মীর ও আসামে সংগঠনটির শাখা স্থাপনের কথা বলেন। সেখানে বাংলাদেশের নামও আছে। তিনি বলেন, এই উদ্যোগ ভারতীয় উপমহাদেশে ইসলামি আইনের প্রসার ও জিহাদের পতাকা সমুন্নত রাখবে। উপমহাদেশে এর নাম হবে ‘কায়দাত আল-জিহাদ’।
ভারতের গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, আল কায়েদার এ ঘোষণা অপ্রত্যাশিত নয়। কারণ আল কায়েদা ইসলামিক স্টেটের সাথে পাল্লা দিতে পারছে না। সুতরাং আন্তর্জাতিক ইসলামী জঙ্গিবাদের নেতৃত্ব টিকিয়ে রাখা আল কায়েদার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা নতুন নতুন এলাকা শাখা খুলে তাদের আওতা বৃদ্ধি করতে চাইছে।
সর্বশেষ ভিডিওটি সম্পর্কে রাইডেল বলেন, পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা ও লস্কর-ই-তৈয়বার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আল-কায়েদা ভারতের জন্য যথেষ্ট মাথাব্যথার কারণ।
রাইডেলের উপদেশ, নয়াদিল্লির উচিত যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরো বৃদ্ধি করা।
এদিকে জাওয়াহিরির ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্র। এমনকি তারা ভারতীয় শাখা খোলার বিষয়ে উদ্বিগ্নও না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র ম্যারি হার্ফ বলেন, আল-কায়েদা যেখানে মার্কিনিদের জন হুমকি হয়ে দাঁড়াবে সেখানে তাদের ঠেকানো হবে। এটাকে আল-কায়েদার শক্তি অর্জনের ইঙ্গিত হিসেবে দেখছি না।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪