ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস’কে ঠেকাতে যুক্তরাষ্ট্রের জোট গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
আইএস’কে ঠেকাতে যুক্তরাষ্ট্রের জোট গঠন সংগৃহীত

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেককে ঠেকাতে জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। মূলত ন্যাটোর সদস্যভুক্ত ক্ষমতাধর কয়েকটি দেশ এ জোটের অন্তর্ভূক্ত হয়েছে।



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার জানিয়েছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটক ন্যাটোভুক্ত দেশগুলো জন্য হুমকি সরূপ। তাই তাদের রুখতে ন্যাটো সদস্যরা একমত হয়েছে। তাদের পিছু হঠতে আমরা এক সাথে কাজ করবো।

তিনি আরও জানিয়েছেন, ইসলামিক স্টেট বিরোধী এ জোটে মধ্য পূর্বাঞ্চলের জাতিগুলোকেও ধীরে ধীরে অন্তর্ভূক্ত করা হবে। এছাড়া সিরিয়া ও ইরাকে নাস্তিবাদ বিরোধী গ্রুপকে সহায়তা দেওয়া হবে।

ওয়েলসে ন্যাটো সম্মেলনের শেষ দিনে ওবামা এ ঘাষণা দেন। চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানান ওবামা।

ইসলামি স্টেট বিরোধী এ জোটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, তুরস্ত, ইতালি, পোলান্ড এবং ডেনমার্ককে সংযুক্ত করা হয়েছে।

ওবামা জানিয়েছে, জঙ্গিদের হুমকি মোকবিলায় এ জোট সামরিক, গোয়েন্দা, আইন শৃঙ্খলা বাহিনী এবং কূটনৈতিকভাবে প্রস্তুত আছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।