ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জ্যামাইকায় ‘প্রাইভেট প্লেন’ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
জ্যামাইকায় ‘প্রাইভেট প্লেন’ বিধ্বস্ত

ঢাকা: জ্যামাইকা সাগরে ব্যক্তি মালিকানাধীন উড়োজাহাজ (প্রাইভেট প্লেন) বিধ্বস্ত হয়েছে। জ্যামাইকান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়,  পোর্ট ‍অ্যান্টোনিও থেকে ১৪ কি.মি উত্তর-পূর্বে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।



উড়োজাহাজটিতে থাকা দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজন নিউইয়র্কের রচেস্টারের প্রপার্টি ডেভলপার ল্যারি গ্লেজার ও তার স্ত্রী জেন। এ দম্পতি লাইসেন্স করা পাইলট ছিলেন।

স্কোটা টিবিএম-৭০০ প্লেনটি ২০১৪ সালে তৈরি। স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে ফ্লোরিডার ন্যাপলসের উদ্দেশে যাচ্ছিল সেটি।

এয়ার ট্রাফিক কন্ট্রোলে কোনো ধরনের সাড়াশব্দ না পেয়ে যুক্তরাষ্ট্র জরুরিভিত্তিতে দুটি এফ-১৫ ফাইটার জেট পাঠায়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

যুক্তরাষ্ট্রের ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে রেডিও আলাপচারিতার রেকর্ডিং থেকে জানা যায়, প্লেনের পাইলট দু’বার বিপদের কথা জানান দিয়েছিলেন। এরপরই প্লেনটি হারিয়ে যায়।

জ্যামাইকান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মেজর বসিল জারেট বলেন, সমুদ্রতীরে তেল ভেসে উঠতে দেখেছেন তারা। তবে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।

উদ্ধারকাজ চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।