ওয়াশিংটন: বিশ্ব ধনীদের কাবে প্রতি বছরের মতো ২০১১ সালেও জায়গা করে নিয়েছেন ৫০ জন ভারতীয় ধনকুবের। আর প্রথম দশজন বিশ্ব ধনীর তালিকায় স্থান পেয়েছেন ভারতের দুই ব্যবসায়ী, লক্ষ্মী মিত্তাল এবং রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি।
বিশ্বে ধনীর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল। তার সম্পদের পরিমাণ ৩১১০ কোটি মার্কিন ডালার। আর ২৭০০ কোটি ডলারের মালিক মুকেশ আম্বানির অবস্থান নবম স্থানে। তিনি মূলত তেল, গ্যাস ব্যবসায়ী।
এ বছর বিশ্বের ধনী তালিকায় প্রথমে রয়েছেন টেলিযোগাযোগ এবং খনি ব্যবসায়ী কার্লোস স্লিম। এর আগের বছরও তিনি বিল গেটকে পেছনে ফেলে এ তালিকার শীর্ষে ছিলেন।
ফোর্বস সাময়িকীর জরিপে স্লিমের সম্পদের পরিমাণ প্রায় ৭৪০০ কোটি ডলার বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১১