ঢাকা: ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলে ভয়াবহ বন্যায় শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। অর্ধশত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় তিন দিন থেকে এখন পর্যন্ত কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। পালবামা এলাকায় উদ্ধার অভিযান চলাকালে বন্যার পানির তীব্র স্রোতের কারণে নয় সেনাসদস্যকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। পরে অবশ্য তাদের উদ্ধার করা হয়।
পরিস্থিতি পর্যবেক্ষণে শ্রীনগরে ছুটে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সংশ্লিষ্ট প্রশাসনকে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া, শ্রীনগরে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠকও করেছেন রাজনাথ।
সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, ঝিলামসহ রাজ্যের নদীগুলোর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এয়ারপোর্ট রোডসহ শ্রীনগরের দক্ষিণাঞ্চলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, বন্যায় অন্তত ১০টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। এছাড়া, বন্যা উপদ্রুত জেলাগুলোর সড়ক, ব্রিজ, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু এলাকার।
বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস বন্যার পানিতে ভেসে গেলে এতে থাকা ৬৩ যাত্রীর সলিল সমাধি ঘটে। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করতে সমর্থ হন।
রাজ্য সরকার আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকল স্কুল বন্ধ ঘোষণা করেছে। এছাড়া, বাস্তুহারা লোকজনদের সরকারি আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪