ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মমতা ব্যানার্জি সেজে চাঁদাবাজি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
মমতা ব্যানার্জি সেজে চাঁদাবাজি!

ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিচয় দিয়ে মোবাইল ফোনে চাঁদা দাবি করার অভিযোগে অনন্যা বিশ্বাস নামে এক নারীকে আটক করা হয়েছে।

দক্ষিণ চব্বিশ পরগনার জেলার খরদহ আবাসিক এলাকার বাসিন্দা অনন্যাকে সম্প্রতি আটক করে স্থানীয় পুলিশ।



ব্যারাকপুরের জেলা প্রশাসক (গোয়েন্দা বিভাগ) সি সুধাকর সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর কণ্ঠ নকল করে জেলার তৃণমূল কংগ্রেসের দুই জ্যেষ্ঠ নেতার কাছে নগদ টাকা দাবি করায় দু’দিন আগে তাকে আটক করা হয়েছে।

জানা যায়, চার দিন আগে টাটাগড় পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরীকে ফোন দিয়ে অনন্যা বলেন, ‘দিদি বলছি, সমাজকল্যাণমূলক কাজের জন্য মোবাইলে ৫ লাখ টাকা পাঠাবেন (রিচার্জ করে)।

পরে অনন্যার চাতুর্য বুঝতে পেরে পুলিশের কাছে মোবাইল আলাপের রেকর্ডসহ অভিযোগ করেন প্রশান্ত চৌধুরী।

পুলিশ প্রশান্তের কাছ থেকে অনন্যার নাম্বার সংগ্রহ করে ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে আটক করে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।