ঢাকা: ইয়েমেনে চলমান সংঘাতের ধারাবাহিকতায় হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। নিহতদের মধ্যে ২০ জন সরকারি সেনা ও ৩০ জন হুথি বিদ্রোহী।
দেশটির জফ প্রদেশে গত কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে রাজধানী সানায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে হুথি রাজনৈতিক দলগুলো।
ইয়েমেনের সরকার ও রাজনীতিতে নিজেদের অধিকার আরও বেশি নিশ্চিত করতে দেশটির সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে হুথিরা। সুন্নি প্রধান দেশটিতে হুথিরা মূলত শিয়া সম্প্রদায়ভুক্ত।
ইয়েমেনের সরকারের অভিযোগ, ইরানের সহযোগিতায় হুথিরা ইয়েমেনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪