ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল-শাবাবের নতুন প্রধানের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
আল-শাবাবের নতুন প্রধানের নাম ঘোষণা

ঢাকা: পূর্ব আফ্রিকার প্রভাবশ‍ালী জঙ্গি সংগঠন আল-শাবাব নতুন আমির (প্রধান নেতা) হিসেবে আহমেদ উমরের নাম ঘোষণা করেছে। ইন্টারনেটে দেওয়া এক বার্তায় সংগঠনটি নতুন এ প্রধানের নাম ঘোষণা করে।

 

এছাড়া সাবেক প্রধান গোদানের মৃত্যুর প্রতিশোধ নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয় বার্তায়।

এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় আল-শাবাবের আমির (প্রধান নেতা) আহমদ আবদি গোদানে নিহত হন।

চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন বিশেষ বাহিনী গোদানের অবস্থানস্থলে ড্রোন হামলা চালালে তিনি নিহত হন।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন সোমালিয়াভিত্তিক এ জঙ্গি নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও, ঠিক কোথায় তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানায়নি।

এর আগে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কমপক্ষে ছয়জন আল-শাবাব নেতা নিহত হন বলে জানায় পেন্টাগন।

ওই ছয়জনের মধ্যেই একজন গোদান কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।