ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দাবি করেছে তারা আব্বাস মেদলেজ নামের আরও এক লেবানিজ সৈন্যের শিরচ্ছেদ করেছে। এর মাধ্যমে এক সপ্তাহের ব্যবধানে তারা দুইজন লেবানিজ সৈন্যের শিরচ্ছেদ করলো।
গত মাসে লেবাননের শহর আরসাল আক্রমণ করে আইএস জঙ্গি সংগঠন মোট ১৯ জন লেবানিজ সৈন্যকে আটক করে। যার মধ্য থেকে এ পর্যন্ত দুই জনের শিরচ্ছেদ করার ছবি প্রকাশ করেছে আইএস।
গত শনিবার আইএস’র পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ শিরচ্ছেদের ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আব্বাস মেদলেজকে একজন মুখোশধারী হত্যা করেছে।
এ ছবিগুলো যদি সত্য প্রমাণিত হয় তবে আইএস’র হাতে আটক ১৯ সৈন্যের মধ্যে তাকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে শিরচ্ছেদ করা হলো। গত ৩০ আগস্ট আইএস আলী আল সাইদ নামের অপর এক সৈন্যের শিরচ্ছেদ করেছিল।
ছবির ক্যাপশনে বলা হয়েছে আব্বাস মেদলেজ একজন শিয়া মতবালম্বী এবং সাইদ ছিলেন সুন্নি মতবালম্বী।
এদিকে লেবাননের সেনাবাহিনী সূত্র বলছে, তারা ছবিগুলো পরীক্ষা করে দেখছে। তবে আব্বাস মেদলেজকেই আইএস শিরচ্ছেদ করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অন্যদিকে মেদলেজের মামা আবু অলী নাউন জানিয়েছেন ছবিতে দৃশ্যমান ব্যক্তিই তার ভাগ্নি।
অপরদিকে, আইএস’র হাতে আটক সৈন্যদের আত্মীয়-স্বজনরা শনিবার থেকে বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের দাবি আটককৃত সৈন্যদের মুক্ত করতে লেবানন সরকারকে আরও তৎপর হতে হবে।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪