ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাদ্দাফির কাছে অস্ত্র বিক্রি করবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, মার্চ ১০, ২০১১
গাদ্দাফির কাছে অস্ত্র বিক্রি করবে না রাশিয়া

মস্কো: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে সম্পাদিত অস্ত্র চুক্তি স্থগিত করে ত্রিপোলির কাছে সব ধরনের যুদ্ধাস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে রাশিয়া। খবর আলজাজিরার।



বৃহস্পতিবার রাশিয়ার সরকার একটি বিবৃতিতে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সই করা একটি আদেশে লিবিয়ায় সব ধরনের অস্ত্র ও যুদ্ধসরঞ্জাম রপ্তানি ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে আছে, যুদ্ধাস্ত্র, গোলাবারুদ, যুদ্ধযান ও সামরিক হার্ডওয়্যার ইত্যাদি।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ রপ্তানিকারী দেশ রাশিয়া, লিবিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আলজাজিরার প্রতিনিধি জানান, বিশ শতকের দ্বিতীয় ভাগে লিবিয়াই ছিল রাশিয়ার প্রধান অস্ত্র ক্রেতা।

রাশিয়ার অস্ত্রবিষয়ক কর্মকর্তা গত সপ্তাহে বলেন, লিবিয়ার সঙ্গে করা রাশিয়ার অস্ত্র চুক্তিটি ছিল ৪০০ কোটি মার্কিন ডলারের। দৈনিক কমেরসান্ট জানায়, লিবিয়ার সঙ্গে রাশিয়ার ২০০ কোটি ডলার মূল্যমানের চুক্তি সই করেছিল। এছাড়া সামরিক বিমান ও বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে ১৮০ কোটি ডলারের আরও একটি চুক্তি সই করার প্রায় শেষ পর্যায়ে গেছিল।

বাংলাদেশ সময়; ১৬১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।