ঢাকা: উত্তর ইরাকের কুর্দি বাহিনী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে আবারও দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পার্বত্য এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।
জানা যায়, যুক্তরাষ্ট্রে বিমান হামলার সাহায্যে কুর্দি বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।
ইরাকের মসুল এলাকার মাউন্ট জার্তাক এলাকার কুর্দিস্থানে আক্রমণ চালিয়ে গত জুন মাসে আইএস নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আর তখন থেকে কুর্দি বাহিনী যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সহায়তায় আইএস জঙ্গিদের পিছু হঠাতে থাকে।
মসুল মূলত ইরাকের সুন্নি অধ্যুষ্যিত এলাকা।
জানা গেছে, মাউন্ট জার্তাক এলাকায় আইএস জঙ্গিদের সাথে কুর্দি বাহিনী সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছে। এ যুদ্ধে আইএস’র কমপক্ষে ৩০ দসস্য নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪