ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হঠাৎ দেখা ওবামার সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
হঠাৎ দেখা ওবামার সঙ্গে

ঢাকা: হঠাৎ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামাকে কাছে পেয়ে গেলে আপনি কি করবেন? নিশ্চয়ই নিজের চোখকে বিশ্বাস করতে চাইবেন না। জেনিস র‌্যাফল ও জেমস র‌্যাফল দম্পতির বেলায়ও এটাই ঘটেছে।



ঘটনা দুইদিন আগে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাজ্যের ওয়েলসে ন্যাটো সামিট শেষ করে বাড়ি ফিরছিলেন। ক্লান্তি শেষ করে পথিমধ্যে নেমে পড়েন ৩০০ খ্রিস্টাব্দের প্রাচীন নিদর্শন স্টোনহেঞ্জ দেখতে। ঠিক সেসময়ই তারকাটাঁর বেড়ার ওপার দিয়ে হেঁটে যাচ্ছিল ওই দম্পতি। হঠাৎ ওবামাকে দেখে থমকে গেলেন। প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে স্বাভাবিক হলেন।

ভেতরে ভেতরে ওবামার সঙ্গে দেখা করার যে সুপ্ত বাসনা পুঁতে রেখেছিলেন তা হয়তো ওবামাও বুঝতে পেরেছিলেন। নতুবা ওবামাই কেনবা আগ বাড়িয়ে এগিয়ে আসবেন। তারপরই ঘটে গেল র‌্যাফল দম্পতির জীবনের সবচেয়ে স্মৃতিময় মুহূর্তটি।

পাঁচ মিনিট ওবামার সান্নিধ্যে ছিলেন তারা। করমর্দন, ছবি তোলা, কথা বলা সবই করেছেন তিন সন্তানের এই অভিভাবক।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।