তিউনিস: তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলির দলকে বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির একটি আদালত। খবর আলজাজিরার।
রাজধানী তিউনিসের একটি আদালত বুধবার জানান, তারা র্যালি ফর কন্সটিটিউশনাল ডেমোক্রাসি (আরসিডি) পার্টিকে বিলুপ্ত ঘোষণা করলেন। পার্টির নেতারা এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানা গেছে।
অন্তর্বর্তী সরকার আরসিডির আনুষ্ঠানিক তৎপরতা বন্ধ ঘোষণা দিয়েছে। গত জানুয়ারিতে কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের মুখে বেন আলি দেশ ছেড়ে সৌদি আরবে গিয়ে আশ্রয় নেন।
সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বুআজিজি নামের এক তরুণ আত্মহত্যা করলে তিউনিসিয়া জুড়ে জেসমিন বিপ্লব ছড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে বেন আলি তার ২৩ বছরের ক্ষমতা ছেড়ে পালিয়ে যান।
আরসিডির বিরুদ্ধে অভিযোগ, তারা দেশের সংবিধান লঙ্ঘন করে একটি সর্বাত্মকবাদী শাসনব্যবস্থা করেছিল।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১১