ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
আর্জেন্টিনায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ঢাকা: চিলির সীমান্তবর্তী আর্জেন্টিনার উত্তরাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২।



মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ১৬ মিনিটে দক্ষিণ আমেরিকান দেশ আর্জেন্টিনার চিলি সীমান্তবর্তী স্যান অ্যান্তোনিও দে লস কোব্রেস অঞ্চলের ৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটি ভূগর্ভের ২৫৭ কিলোমিটার গভীরে আঘাত হানে বলে জানায় চিলির জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র।

তবে এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।