ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গণবিক্ষোভের মুখে ইয়েমেনের নতুন সংবিধান প্রণয়নের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, মার্চ ১০, ২০১১
গণবিক্ষোভের মুখে ইয়েমেনের নতুন সংবিধান প্রণয়নের অঙ্গীকার

সানা: তীব্র গণবিক্ষোভের মুখে ইয়েমেনের নতুন সংবিধান প্রণয়নের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ। দেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে চলতি বছরেই নতুন সংবিধানের পক্ষে গণভোটের আয়োজন করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন তিনি।

খবর আলজাজিরার।

প্রেসিডেন্ট বলেন, ‘এই নতুন সংবিধান আইন ও বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি নিশ্চিত করবে। ’ কার্যকরী সংসদীয় শাসনব্যবস্থা নিশ্চিত করতে শিগগির সাধারণ নির্বাচন দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘প্রথমত ক্ষমতা পৃথকীকরণের ভিত্তিতেই সংবিধান প্রণয়ন করা হবে। আর এ বিষয়ে গণভোট দেওয়া হবে এ বছরের শেষের দিকে। আমি জানি বিরোধীরা এটা মানবে না। কিন্তু সঠিক কাজ করার ক্ষেত্রে আমি এটি জনগণের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দেব। ’

আরবের অন্যান্য দেশের মতো এ দেশটিতেও বুধবার গণবিক্ষোভ হয়েছে। এতে দুইজন বিক্ষোভকারী নিহত হন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীতে বিশাল এক রাজনৈতিক র‌্যালিতে প্রেসিডেন্ট জনগণের উদ্দেশে এ ভাষণ দেন।

এদিকে বিরোধীরা প্রেসিডেন্টের এ ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে। তাদের একজন মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্টের এ প্রস্তাব অনেক দেরিতে এসেছে। এ প্রস্তাব আন্দোলনকারীদের দাবির পূর্ণতা দেয় না। ’

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।