ঢাকা: আইএস (ইসলামি স্টেট) মোকাবেলায় নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি ইঙ্গিত দেন তিনি।
নাইন-ইলেভেনের বর্ষপূর্তির দিন এ পরিকল্পনা ঘোষণা করা হবে বলে সাক্ষাৎকারে ইঙ্গিত দেন ওবামা।
সাক্ষাৎকারে ওবামা বলেন, আইএস মোকাবেলায় নতুন পরিকল্পনার বিষয়ে ওইদিন জানানো হবে। তবে এটি ইরাক যুদ্ধের মতো হবেনা বলেও জানান তিনি।
এছাড়া বিগত ছয়-সাত বছরের মতো সন্ত্রাসবিরোধী প্রচারণা অব্যাহত রাখারও ইঙ্গিত দেন তিনি।
এ সময় তিনি আইএসের হাতে দু’জন আমেরিকান সাংবাদিকের নিহতের বিষয়ে তার উদ্বেগের কথা ব্যক্ত করেন।
এদিকে, ইরাকে আইএস’র বিরুদ্ধে বিমান হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এ হামলায় আইএস’র দু’টি যান, কমান্ড পোস্টসহ বেশ কিছু স্থাপনা বিধ্বস্ত হয় বলে মার্কিন কেন্দ্রীয় কমান্ড নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪