ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলতি মাসের শেষে মোদী-ওবামা বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
চলতি মাসের শেষে মোদী-ওবামা বৈঠক নরেন্দ্র মোদী ও বারাক ওবামা

ঢাকা: চলতি মাসের শেষে দুই দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ সফরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ঐতিহাসিক বৈঠকে মিলিত হবেন তিনি।



সংশ্লিষ্ট সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ২৯-৩০ সেপ্টেম্বরের এ সফরে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক কীভাবে আরও জোরালো ও দৃঢ় করা যায় সে নিয়ে ওবামার সঙ্গে আলোচনা করবেন মোদী।

পারস্পরিক সহযোগিতার মাধ্যম অর্থনৈতিক উন্নতি, নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি দু’দেশের জন্য দীর্ঘ মেয়াদী উন্নয়নের বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে সূত্র।

এছাড়া, আফগানিস্তান, সিরিয়া ও ইরাক ইস্যুতে একসঙ্গে কাজ করার মাধ্যমে সমস্যা সামধানে করণীয় সর্ম্পকেও আলোচনা হবে বিশ্বের প্রভাবশালী দুই গুরুত্বপূর্ণ নেতার বৈঠকে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।