ঢাকা: মালয়েশিয়ান এয়ারলাইনস এমএইচ১৭ বাইরের ‘বহু বস্তু’ দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছিল। উচ্চ গতিসম্পন্ন সেই বস্তুটির আঘাতে মাঝপথে প্লেনটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়-এমনই তথ্য উঠে এসেছে এমএইচ১৭ বিধ্বস্তের জন্য গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে।
মঙ্গলবার ডাচ সেফটি বোর্ড এ প্রতিবেদন প্রকাশ করে। তবে কারিগরী সমস্যা বা মানুষের ভুলের কারণে বিধ্বস্তের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ডাচ এভিয়েশন তদন্ত কর্মকর্তারা ডাটা রেকর্ডার ব্লাক বক্স, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, স্যাটেলাইট ইমেজ, ঘটনাস্থল থেকে তোলা ছবির ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে।
বিবিসির প্রতিনিধি জানান, তদন্ত রিপোর্টের সঙ্গে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্লেন বিধ্বস্তের সঙ্গতি রয়েছে।
গত ১৭ জুলাই কুয়ালালামপুর থেকে আমস্টারডাম যাওয়ার পথে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয় প্লেনটি।
প্লেনের ২৯৮ জন যাত্রীর সবাই মারা যান। এদের বেশিরভাগই ছিল নেদারল্যান্ডের নাগরিক। এরপর অভিযোগের আঙুল উঠে রাশিয়ার বিরুদ্ধে। কারণ এলাকাটি রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এই নিয়ে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে একপ্রকার শীতল যুদ্ধও চলে।
** মালয়েশীয় প্লেন ভূপাতিত, ২৯৮ আরোহী নিহত (আপডেট)
** ক্ষেপণাস্ত্রে ভূপাতিত ‘ফ্লাইট এমএইচ১৭’
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪