ঢাকা: জঙ্গি সংগঠন বোকো হারামের গুলিতে আহত হয়েছে নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি অলুসেগুন ওবাসানজোর পুত্র। তিনি দেশটির সামরিক বাহিনীতে কর্মরত আছেন।
জানা যায়, তার ছেলের নাম লেফটেন্যান্ট কর্নেল আদিবয় ওবাসানজো। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আদামাওয়ায় সেনাবাহীর সাথে বোকো হারামের গুলি বিনিময়কালে তিনি গুলিবিদ্ধ হন।
নাইজেরিয়ার সৈন্য মোহাম্মদ কেফি জানান, গুলি বিনিময়কালে তিনি আদিবয় ওবাসানজো তার সাথেই ছিলাম। তিনি কাফিকে জানিয়েছেন তার সেনাদল মিচিকায় যাওয়ার পথে বোকো হারাম তাদের উপর গুলিবর্ষণ করে। তখন তারা মুবি ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। আর এসময়ই তিনি গুলিবিদ্ধ হন। তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।
লেফটেন্যান্ট কর্নেল আদিবয় ওবাসানজো দেশটির সেনাবাহীনিতে প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। বোকো হারামের আক্রমণের সময় তিনি একটি দলের নেতৃত্ব দিচ্ছিলেন।
তার পিতা ১৯৯৯ সালে নাইজেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর আগে দেশটিতে শামরিক শাসন ছিল। তিনি ২০০৭ সাল পর্যন্ত দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৭৬ থেকে ১৯৭৯ পর্যন্ত তিনিও সেনাবাহীনিতে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪