রিয়াদ : রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে সৌদি আরবে শুক্রবার বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে। এসময় সৌদি পুলিশ তাদের ওপর সরাসরি গুলি চালায়।
সৌদি সরকার জানিয়েছে, পুলিশ আত্মরক্ষার জন্য আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে।
অনলাইন অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে ‘বিক্ষোভ দিবস’ ও সৌদি বিপ্লব মার্চ ১১’ নামের দুটি গ্রুপ খোলে। এতে তারা পূর্ণ নির্বাচিত পার্লামেন্ট ও শাসক দাবি করেছে।
শুক্রবার সকালেই রাজধানী রিয়াদের ওলায়া বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। বাদশাহ ফাহাদ ও ওলায়া মহাসড়কে পুলিশ বাহিনীকে টহল দিতে গেছে। রাস্তায় পুলিশ তল্লাশিচৌকি স্থাপন করেছে।
বিক্ষোভকারীরা স্বতন্ত্র বিচার বিভাগ চালু, গোপন পুলিশের তৎপরতা বন্ধ, রাজনৈতিক বন্দিদের মুক্তি ও বাকস্বাধীনতার মুক্তির দাবি জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১১