টোকিও: জাপানে ভয়াবহ সুনামি আঘার হানার পর দেশটির সহায়তায় এগিয়ে এসেছে জাতিসংঘ, রাশিয়া, ফ্রান্স প্রভৃতি দেশ ও সংস্থা।
জাতিসংঘের মানবিক সহায়তায় সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ)-র মুখপাত্র এলিসাবেথ বারস বলেন, ‘৩৫টি আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রাষ্ট্রীয় বৈঠকে বলেন, ‘ভয়াবহ এই পরিস্থিতি থেকে উদ্ধারে আমাদের প্রতিবেশী জাপানকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ’
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের কাছে লেখা একটি চিঠিতে জানান, ‘এই মর্মান্তিক ঘটনায় জাপানের অনুরোধে ফ্রান্স প্রস্তুত রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১১