ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানের পরমাণু চুল্লিতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, মার্চ ১১, ২০১১
জাপানের পরমাণু চুল্লিতে আগুন

টোকিও: জাপানের মিয়াগি প্রশাসনিক এলাকার ওনাগাওয়া শহরের পরমাণু চুল্লিতে আগুন ছড়িয়ে পড়ছে। শুক্রবার ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের ঘটনায় সৃষ্ট শক্তিশালী সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর এএফপির।

জাপাদের কিয়োদো নিউজ জানায়, অগ্নিকা-ের ঘটনায় তেজষ্ক্রিয় ছিদ্র হয়েছে তা পরিষ্কার নয়। তবে প্রধানমন্ত্রী নাওতো কান কোনো ছিদ্র হয়নি বলে ঘোষণা দিয়েছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি বলে মিয়াগি অঞ্চলে সবচেয়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) জানিয়েছে, জাপানের জাপানের চারটি পরমাণু চুল্লি বন্ধ দেওয়া হয়েছে।

ভূমিকম্পে এ পর্যন্ত ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।