টোকিও: জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর রাজধানী টোকিওতে সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। খবর কিয়োদো নিউজের।
ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি শুক্রবার সব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে। এছাড়া টোকিও মেট্রো কোম্পানি, কিইয়ো কর্পোরেশন ও ওদাকিয়ু ইলেক্ট্রিক রেলওয়ে কোম্পানিও তাদের সেবা বন্ধ করে দিয়েছে।
শুক্রবার সকালে জাপানে রিখটার স্কেলে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ জনের।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১১