ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেন জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১১
ইয়েমেন জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ

সানা: ইয়েমেনের সব শহরে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। শুক্রবার হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী দেশটির রাজপথে অবস্থান নিয়েছে।

তাদের একটাই দাবি, প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর পদত্যাগ। খবর রয়টার্সের।

প্রেসিডেন্টের দেওয়া সংস্কার প্রস্তাবও তাদের বিক্ষোভ দমাতে পারেনি। এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট সালেহ সংস্কার প্রস্তাব পেশ করেন।

এটা প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর বিরুদ্ধে এ যাবৎকালের সর্বোচ্চ বিক্ষোভ। রাজধানী  সানা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসই বিক্ষোভকারীদের মূল কেন্দ্র। শুক্রবার বিক্ষোভকারীরা ছোট ছোট মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়। বিক্ষোভকারীদের লাইনের দৈঘ্য ছিল প্রায় দুই কিলোমিটার।
সালেহ আল-কায়েদা বিরোধী যুদ্ধে আমেরিকার একজন ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত।

এর আগে তীব্র গণবিক্ষোভের মুখে নতুন সংবিধান প্রণয়নের অঙ্গীকার করেছেন সালেহ। এজন্য চলতি বছরেই গণভোট আয়োজনের ও আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এই সংবিধান আইন ও বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করবে। কার্যকর সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে শীঘ্রই সাধারণ নির্বাচন অনুষ্ঠানেরও প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান সালেহ। কিন্তু বিরোধীরা তাঁর এই প্রস্তাব খুবই নগন্য বলে তা প্রত্যাখ্যান করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।