ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে পরমাণু জরুরি অবস্থা

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, মার্চ ১২, ২০১১
জাপানে পরমাণু জরুরি অবস্থা

টোকিও: বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির পর জাপানে দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে অস্বাভাবিক উচ্চমাত্রায় তেজষ্ক্রিয় নির্গত হওয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর কিয়োদো নিউজ ও বিবিসির।



জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান শনিবার প্ল্যান্টটি পরিদর্শন করেছেন।   পরে এক সরকারি নির্দেশে ফুকুশিমা-১ ও ২ পরমাণু কেন্দ্রের আশপাশের ১০ বর্গ কিলোমিটার এলাকা নিরাপত্তার জন্য খালি করার নির্দেশসহ পরমাণু সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সুনামি বিপর্যয়ের পর টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির ফুকুশিমা পরমাণু চুল্লি ১ ও ২- এ থেকে শনিবার থেকে অস্বাভাবিক উচ্চমাত্রার তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে।

সংস্থাটি জানায়, বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেম (তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা) নষ্ট হয়ে ব্যাপক চাপ সৃষ্টি হওয়ায় কেন্দ্র দুটি একত্রে বিকল হয়ে যায়।   আর চাপের কারণেই বিপুল পরিমাণ তেজষ্ক্রিয় নির্গত হতে থাকে।

এছাড়া দূর্ঘটনার আশংকায় চারটি পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে।

জাপানের পরমাণু এবং শিল্প নিরাপত্তা সংস্থা জানায়, ফুকুশিমা-১ এর ১ নম্বর চুল্লিতে স্বাভাবিক মাত্রার চেয়ে ১০০০ গুণ বেশি তেজষ্ক্রিয় নির্গত হচ্ছে।

এছাড়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকের তেজষ্ক্রিয় রশ্মি বিকিরণের মাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ গুণ বেশি বলে জানায় সংস্থাটি।

পরমাণু কেন্দ্রের এক কর্মকর্তা জানিয়েছে, তারা দুটি পরমাণু কেন্দ্রের কুলিং সিষ্টেমে নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হচ্ছে।

উল্লেখ্য, জাপানের আইন অনুযায়ী যদি কোনো পরমাণু স্থাপনার কুলিং সিষ্টেম বিকল হয়ে যায় এবং সেখান থেকে অতিমাত্রায় তেজষ্ক্রিয় নিগর্ত হলে জরুরি অবস্থা জারি করতে হবে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘন্টা, মার্চ ১২, ২০১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।