ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুনামির পর জাপানে আশ্রয় কেন্দ্রে ২ লাখ ১৫ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১১
সুনামির পর জাপানে আশ্রয় কেন্দ্রে ২ লাখ ১৫ হাজার মানুষ

টোকিও: জাপানে শুক্রবারের ভূমিকম্প এবং সুনামি মিলিয়ে ধ্বংসলীলায় সহায়-সম্বল এবং আশ্রয়হীন ২ লাখ ১৫ হাজার মানুষকে শনিবার আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। ভয়াবহ ভূমিকম্পের একদিন পর জাতীয় পুলিশ সংস্থা এ তথ্য জানিয়েছে।



শুক্রবার ২ টা ৪৬ মিনিটে আঘাত হানা ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ১২০০ জন নিহত হয়েছে ৷ আরও বাড়ছে সেই সংখ্যা৷

জাপানে শুক্রবরে আঘাত হানা ভূমিকম্পটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। এই ভূমিক¤েপর প্রভাবে দেখা দেওয়া সুনামিতে প্রায় ১০ মিটার উঁচু জলোচ্ছ্বাসে ভেসে যায় জাপানের অনেক এলাকা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

প্রকৃতির এই ভয়ংকর খেলায় জাপানে হাজার হাজার ভবন ভেঙ্গে পড়েছে। ২১০০ কিলোমিটার বসতির কোন চিহ্ন নেই৷ গোটা উত্তর জাপান ডুবে রয়েছে অন্ধকারে৷রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।

কয়েক হাজার মানুষ এবং যাত্রীবাহী জাহাজ ও ট্রেন নিখোঁজ রয়েছে৷ পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে ৷

তবে দেশটিতে এখনো স্বাস্থ্য ঝুঁকি জারি করা হয়নি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।