ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফর্মুলা রেসে ইলেক্ট্রিক কার, গতি ঘণ্টায় ২২৫!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
ফর্মুলা রেসে ইলেক্ট্রিক কার, গতি ঘণ্টায় ২২৫! ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি চীনের রাজধানী বেইজিয়ে হয়ে গেলো নতুন ধরনের কার রেসিং প্রতিযোগিতা। অংশ নেয়া গাড়িগুলো দেখতে ছিলো অনেকটা ফর্মুলা ওয়ান রেসিংয়ের মতই।

তবে পার্থক্য ছিলো ইঞ্জিনে। পেট্রোলের বদলের গাড়িগুলো চলে বিদ্যুতে।

ফর্মুলা ওয়ানের মতই রেসিং সার্কিটে ঝড় তোলে এসব ইলেক্ট্রিক রেসিং কার। ‘ফর্মুলা ই’ হিসেবে অভিহিত এ প্রতিযোগিতায় অংশ নেয়া গাড়িগুলো ঘণ্টায় সর্বোচ্চ ২২৫ কিলোমিটার স্পিড তুলতে সক্ষম হয়।

তবে দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় গাড়ির চালকদের জন্য ছিলো একবার করে গাড়ি বদলানোর সুযোগ।

প্রথম প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন ব্রাজিলের লুকাস ডি গ্রাসি।

বিশ্বের কার রেসিংয়ের বড় বড় দিকপাল প্রতিষ্ঠান ও সংস্থাগুলো ছিলো এর আয়োজনে। এছাড়া প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকদের মধ্যে আছেন যুক্তরাজ্যের ধনকুবের রিচার্ড ব্রানসন এবং হলিউড অভিনেতা লিওনার্দো দি ক্যাপ্রিওর মত বিখ্যাতজনরা।

সার্বিক পৃষ্ঠপোষকতায় আছে মোটর স্পোর্টসের বৈশ্বিক অভিভাবক সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি অটোমোবাইল (এফআইএ)।

ধীরে ধীরে ফর্মুলা ওয়ানের মতই জনপ্রিয় হয়ে উঠবে এই ফর্মুলা ই এমন আশাবাদ আয়োজকদের।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।