টোকিও: জাপানে শুক্রবারের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে নিহত মানুষের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, জাপানের ফুকুশিমা পরমাণু চুল্লি-১-এ শনিবার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ফুকুশিমা অঞ্চলের ওই চুল্লি থেকে বিস্ফোরণের পর ব্যাপক ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। এসময় পরমাণু চুল্লির চারজন শ্রমিক আহত হয়েছে।
কিয়োদো নিউজ জানিয়েছে, পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটেছে কি না সরকার এখনো তা নিশ্চিত করেনি।
তবে বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বাতাসে তেজষ্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা এর প্রমাণও পেয়েছেন।
শুক্রবার ২টা ৪৬ মিনিটে আঘাত হানা ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। এই ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সুনামিতে প্রায় ১০ মিটার উঁচু জলোচ্ছ্বাসে ভেসে যায় জাপানের অনেক এলাকা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জাপানে শুক্রবারের ভূমিকম্প এবং সুনামির ধ্বংসলীলায় সহায়-সম্বল এবং আশ্রয়হীন ২ লাখ ১০ হাজার মানুষকে শনিবার আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১১