ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাক-আফগান সীমান্তে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
পাক-আফগান সীমান্তে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা, নিহত ৭ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কমপক্ষে ৭ জঙ্গি নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে দুইজন জঙ্গি সংগঠন বদর মানসুর গ্রুপের সদস্য।



পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাকিটিকা প্রদেশ সংলগ্ন জিরো পয়েন্টে গত শনিবার এ হামলা চালায় যুক্তরাষ্ট্র।

সূত্র মতে, আফগানিস্তানের পাকিটিকা প্রদেশের কমাল গ্রামে যুক্তরাষ্ট্রের ড্রোন থেকে কমপক্ষে দুটি মিসাইল নিক্ষেপ করা হয়। নিহতদের মধ্যে আকোয়ালজাদিন ও একরামুল্লাহ নামের দুইজনকে সণাক্ত করা হয়েছে।

তবে এখনও আফগান সরকারের পক্ষ থেকে এ হামলার বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি সিআইএ’র পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।