ঢাকা: আবারও টানা বৃষ্টি কাশ্মীরের বন্যা কবলিত মানুষের কাছে দুঃসংবাদ হয়ে দেখা দিয়েছে। এর ফলে উদ্ধার তৎপরতা ব্যহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত পাঁচদিন আকাশ পরিষ্কার থাকলেও, রোববার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
স্থানীয় আবহাওয়া দফতর জানায়, রোববার ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এরপর সকাল সাড়ে ৮টা থেকে বৃষ্টি শুরু হয়।
রাজ্যের রাজধানী শ্রীনগরের উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট সৈয়দ আবিদ রশিদ শাহ বলেন, নতুন করে শুরু হওয়া বৃষ্টির ফলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। এখনও অনেক মানুষ আশ্রয়হীন। বিভিন্ন জায়গায় মানুষ তাবু টাঙিয়ে আছেন, যেগুলো ওয়াটার প্রুফ নয়।
এর আগে, সাময়িকভাবে পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ভেসে উঠতে শুরু করে সমগ্র কাশ্মীরে। প্রায় দশদিন পানিতে সম্পূর্ণ ডুবে থাকা শ্রীনগরের সর্বত্রই ধ্বংসের চিহ্ন। এ পর্যন্ত বন্যায় দুইশ’ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
এদিকে বন্যা দুর্গতদের জন্য কাশ্মীরের রাজ্য সরকার ইতোমধ্যেই দুইশ’ কোটি রুপির একটি জরুরি তহবিল গঠন করেছে। পাশাপাশি ৬ মাস আক্রান্ত পরিবারগুলোকে বিনামূল্যে রেশন দেয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
** কাশ্মীরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
** ত্রাণ তৎপরতায় পদক্ষেপ জানতে চাইলো ভারতের সুপ্রিম কোর্ট