ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের ওপর ইয়েমেনি পুলিশের হামলা: স্কুলছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, মার্চ ১২, ২০১১
বিক্ষোভকারীদের ওপর ইয়েমেনি পুলিশের হামলা: স্কুলছাত্র নিহত

সানা: ইয়েমেনে সরকার বিরোধী আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের ওপর পুলিশ নির্বিচারে গুলি এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। শনিবার পুলিশের হামলায় বিক্ষোভে অংশ নেওয়া স্কুলছাত্র নিহত হয়েছে।

অনেকে আহত হয়েছে। খবর এএফপির।

তারা বলেন, ২১ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান করা বিক্ষোভকরীদের ওপর পুলিশ হামলা চালায়।  

বিক্ষোভকারীরা পুলিশের হামলায় আহত তিন শতাধিক আহত কর্মীকে চিকিৎসা দিতে একটি চিকিৎসা দল গঠন করেছে।

এদিকে, ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ তার শাসনের বিরুদ্ধে যেকোনো ধরনের বিক্ষোভ প্রতিহত করবেন বলে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়েছেন। তিনি তার বক্তব্যে সংবিধান সংস্কারেরও আশ্বাস দেন।

তবে, সালেহ বিরোধী বিক্ষোভকারীদের দাবি, সালেহকে এখনই প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে হবে। ১৯৭৮ সাল থেকে সালেহ ইয়েমেনের প্রেসিডেন্টের পদে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।