ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রেফতার নির্যাতন করে লাভ হবে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
গ্রেফতার নির্যাতন করে লাভ হবে না ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে আন্দোলনরত তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার আমার দলের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন করতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এই নির্যাতন-নিপীড়ন চালিয়ে ‘নয়া পাকিস্তান‘ গড়ার পথ রুদ্ধ করা যাবে না।



রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্রে চলমান ‘আজাদি মার্চ’ কর্মসূচিতে নিজ দলের নেতাকর্মীদের অভয় দিয়ে সরকারের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ইমরান ও আওয়ামী পার্টির (পিএটি) প্রধান বিতর্কিত আধ্যাত্মিক নেতা তাহির উল ক্বাদরির নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলন রোববার একমাস পূর্ণ করেছে।

পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকারকে সতর্ক করে বলেন, বাঘ ও বাঘিনীরা (পিটিআইকর্মীরা) আত্মঘাতী হামলায় ভীত নন। ‍আত্মঘাতী হামলা চালিয়ে এ আন্দোলন স্তব্ধ করা যাবে না।

পিটিআই প্রধান অভিযোগ করেন, নওয়াজ স্বৈরশাসকের ছত্রছায়ায় বেড়ে উঠেছেন। তাই তিনি পাকিস্তানিদের চেনেন না।
 
ইমরান আরও অভিযোগ করেন, তার দলের নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, এজন্য ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

২০১৩ সালের সাধারণ নির্বাচনে কারচুপি হয়েছে এমন অভিযোগ তুলে একমাস ধরে প্রধানমন্ত্রী নওয়াজের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে ইমরান-ক্বাদরি সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।