ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ২০০ প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
লিবিয়া উপকূলে নৌকাডুবি, ২০০ প্রাণহানির আশঙ্কা

ঢাকা: লিবিয়ার ভূ-মধ্যসাগর উপকূলে ২৫০ যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে দুই শতাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

তবে, নৌকাডুবির পরপরই ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ডুবে যাওয়া নৌকার ২৫০ যাত্রীই অভিবাসী ছিলেন এবং নৌকাটি ইউরোপের উদ্দেশে লিবিয়া উপকূল ছেড়ে যাচ্ছিল।

লিবিয়ান নৌবাহিনীর একজন মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, মাত্র ২৬ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এছাড়া, নিখোঁজ প্রায় সোয়া দুইশ’ জনের বেশিরভাগেরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

আইয়ুব কাসেম নামে নৌবাহিনীর ওই মুখপাত্র বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে রাজধানী ত্রিপোলির উত্তরে তাজৌরা এলাকার কাছে নৌকাটি ডুবে যায়।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, সাগরে অনেক লাশ ভাসতে দেখা যাচ্ছে। তবে উদ্ধারকারীদল তৎপরতা চালিয়ে যাচ্ছে।

প্রায় সময়ই লিবিয়া-ইতালি নৌরুটে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে সাহারা মরুভূমি অঞ্চলের দেশগুলোর হতদরিদ্র মানুষেরা। কিন্তু সাগরের উত্তাল ঢেউ অনেক সময় তাদের ‘স্বপ্নের’ সলিল সমাধি রচনা করে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।