ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস জঙ্গি ‘নিধন’ আলোচনার নেতৃত্বে জন কেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
আইএস জঙ্গি ‘নিধন’ আলোচনার নেতৃত্বে জন কেরি ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নিধনে কৌশল ঠিক করতে আলোচনায় বসছেন বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এ আলোচনায় নেতৃত্ব দিবেন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।



আলোচনায় নির্ধারণ করা হবে কিভাবে আইএস জঙ্গিদের নিধন করা যায় এবং কোন দেশ কি ধরনের সহায়তা করতে পারবে।

অপহৃত ব্রিটিশ নাগরিক ডেভিড হাইনেসের (৪৪) শিরশ্ছেদের পর বিশ্ব নেতারা আইএস নিধনে বেশ তৎপর হয়ে উঠেছে।

জানা যায়, সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে প্রায় ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিবে। যাদের মধ্যে ১০টি আরব দেশ রয়েছে। ইতিমধ্যেই তারা ইরাক ও ‍সিরিয়ায় আইএস‘র বিরুদ্ধে যুদ্ধ করতে একটি চুক্তি সই করেছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে কয়েকটি আরব দেশ আমাদের সাথে ইরাকে বিমান হামলায় অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছে।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে সফর শেষে জন কেরি এ জঙ্গি সংগঠনকে মোকাবিলা করতে যেকোনো সামরিক সহায়তা দিতে প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।